ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আজ বিকালে অনেকটা আকস্মিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেছেন। বিকাল ৪ টা ৫৫ মিনিটে ব্রিটিশ হাইকমিশনারের পতাকাবাহী ল্যান্ডক্রুজার গাড়ি গুলশানের ৭৯ নং সড়কের 'ফিরোজা'য় প্রবেশ করে। বিকাল ৬টায় বাসা থেকে তার গাড়িটি বেরিয়ে যায়।
সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, 'এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। চলমান রাজনৈতিক বিষয়কসহ বর্তমান সংকট নিয়ে আলোচনা হয়েছে।' খালেদা ও গিবসনের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি গুলশান কার্যালয়ে 'অবরুদ্ধ' থাকা অবস্থায় ব্রিটিশ হাইকমিশনার গিবসন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছিলেন। দীর্ঘ ৯২ দিন গুলশান কার্যালয়ে থাকার পর গুলশানের বাসায় এটি প্রথম কোনো বিদেশি কুটনীতিকের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ।
বিডি-প্রতিদিন/ ৮ এপ্রিল ২০১৫/শরীফ