মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার সকাল ১১টায় দেখা করবেন তার আইনজীবীরা।
কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনিরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে যাবেন নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে জানাতে চাইলে শিশির মো. মনির বলেন, কামারুজ্জামান আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন। এ কারণে আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
‘সাক্ষাতের বিষয়’ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কি ব্যাপারে কথা বলা হবে, সেটা কামারুজ্জামান সাহেব ভালো জানেন। এটা তো তার ইচ্ছায় হচ্ছে। তবে তিনি হয়তো আইনের কোনো বিষয় বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয় অথবা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন।’
শিশির মনির ছাড়াও অন্য আইনজীবীরা হলেন, অ্যাভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এদিকে আইনজীবীদের সঙ্গে কামারুজ্জামানের সাক্ষাতের প্রসঙ্গে জানতে চাইলে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী দ্য রিপোর্টকে বলেন, ‘আইনজীবীদের সঙ্গে তিনি কোন বিষয়ে কথা বলবেন তা সাক্ষাতের পরই বোঝা যাবে। এ বিষয়ে আমি বা আমার পরিবার কিছু জানি না।’
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কামারুজ্জামানকে ৩৬ পৃষ্ঠার রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে আইনি কোন বাধা থাকল না।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব