রাজধানীসহ সারাদেশে আজ বৃহস্পতিবার ৩১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, মহাসড়কে নিরাপত্তা এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দফতরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির ওই জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, আজ সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এইচএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য রাজধানীতে মোতায়েন রয়েছে। এর আগে ৩১৭ প্লাটুনের মধ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১০ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়।
মোহসিন রেজা আরও বলেন, ঢাকার বাইরে সকাল থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭৩ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০২ প্লাটুন এবং এইচএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৬০ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।