ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ১৯ জন, স্থানীয় ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৩ জন।
আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা।
এ পর্যন্ত নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন পটুয়াখালীর কলাপাড়ার একই পরিবারের আসমা বেগম, আমেনা আক্তার ও শাহীন। পটুয়াখালীর সোহাগ, রাসেল, শাহরিয়ার, রেজাউল ইসলাম, সূর্য্য বেগম, হেলাল, গোপালগঞ্জের শফিকুল ইসলাম। ইতোমধ্যে ছয়টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের তরফ থেকে আহতদের চিকিৎসার জন্য সকল ব্যয়ভার গ্রহণ করা এবং নিহতদের পরিবারের কাছে ১০ হাজার টাকার সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৫/ রশিদা