দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিরার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ালে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। এর ফলে গ্রামে শিল্প কারখানা গড়ে উঠবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশাল হবে। আর গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী এসময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের ওপরও জোর দেওয়ার পরামর্শও দেন।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব