ভারতের রাজস্থানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গুলাবচাঁদ কাতারিয়া। গত বুধবার কাতারিয়া অভিযোগ করেন, বাংলাদেশের অনেক নাগরিক রাজস্থানে অবৈধভাবে বসবাস করছে। এদের অনেকেই ভুয়া কাগজপত্র জমা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বেশ কয়েকজন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। বৈশালীনগরে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায়ও তারা জড়িত। তিনি আরও বলেন, জয়পুরে বাংলাদেশীদের কাছে ভারতীয় ভোটিং কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গেছে। ভুয়া কাগজপত্র দেখিয়ে তারা সেগুলো তৈরি করেছে। এসব ভুয়া কাগজপত্র থাকায় অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করা অনেক সময় কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি।
কাতারিয়া বলেন, ‘আমরা অবৈধ বাংলাদেশিদের পরিচয় চিহ্নিত ও বিতাড়নে প্রচারণা চালাব।’ রাজস্থানের প্রতিটি জেলায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশী ও পাকিস্তানীদের পরিচয় চিহ্নিতকরণ এবং বিতাড়নের জন্য ইতোমধ্যেই পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এদিকে রাজ্যটির বিজেপি ও কংগ্রেস নেতারা বলেন, প্রশাসনের এই কার্যক্রমে যেন পশ্চিমবঙ্গ থেকে আসা বাঙালীরা হয়রানির স্বীকার না হয়। টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।