ভারত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘তিস্তা নদীর পানি বন্টন’ চুক্তির বিষয়ে জানতে চাইলে পঙ্কজ শরণ বলেন, বিষয়টি দুই দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। তিস্তার পানি বন্টনের সঙ্গে দুই দেশেরই স্বার্থ জড়িত। বিষয়টি নিয়ে ভারতের উচ্চ পর্যায়ে কাজ চলছে। আশা করি, খুব দ্রুত সমাধান হয়ে যাবে।
তিস্তার পানি চুক্তির মতো থলসীমা চুক্তির বাস্তবায়ন নিয়ে একই কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, এ বিষয়টি নিয়েও ভারতের উচ্চ পর্যায়ে কাজ চলছে।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে পঙ্কজ শরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সফরের আমন্ত্রণ করেছেন, ঠিক তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ করেছেন নরেন্দ্র মোদী। এই বিষয়ে আমরা সকলেই কাজ করে যাচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া মাত্রই আপনারা জানতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাবের প্রেসিডেন্ট মাসুদ করিম, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব