বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ ছয় মাসের জন্য বৃদ্ধি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিকেলে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহম্মেদের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এর আগে, খালেদার পক্ষে তার আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।
আদেশের পর মাহাবুব উদ্দিন খোকন বলেন, “মামলার অবস্থা আগের মতোই রয়েছে। আইন অনুসরণ করে মামলাটি করা হযনি। স্থাগিতাদেশের মেয়াদ আদালত ছয় মাসের জন্য বাড়িয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মামলার শুনানির জন্য নতুন এই বেঞ্চের ওপর দায়িত্ব অর্পন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব