জাতীয় নির্বচনের মতো স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় করার পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, ‘বড় দলগুলো যেভাবে নির্বাচনে জড়িয়ে পড়ছে এবং বাইরে থেকে তারা যেভাবে দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন দিচ্ছে আমার মতে, এটা দলীয় নির্বাচন হলেও খারাপ হয় না, ভালই হয়। তাছাড়া, পাশের দেশ ভারতেও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভিত্তিতে হয়ে থাকে।’
শাহ নেওয়াজ বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে দলভিত্তিক প্রার্থিতা দিচ্ছে না এবং এটা গ্রহণ করছে না, আইনেও তা নেই। কিন্তু দলগুলো প্রার্থীদের পেছন থেকে সমর্থন করছে। সবচেয়ে ভালো হয়, আইন করে সরাসরি সমর্থন দেওয়া।’
সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, ‘আচরণ বিধি তৈরিই করা হয়েছে মানার জন্য। যারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন তাদের সবাইকে অবশ্যই আচরণ বিধি মানতে হবে। আচরণ বিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব