আসন্ন ঢাকার দুই (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রার্থীদের পছন্দকেই প্রাধান্য দেওয়া হবে। তবে একই প্রতীক যদি একাধিক প্রার্থী দাবি করেন, সে ক্ষেত্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে।
এদিকে ৩০টি অতিরিক্ত প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মেয়র পদে ১২টি, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১০ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮টি।
ইসির উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত একটি বিশেষ পরিপত্রে এ কথা জানানো হয়েছে।
মেয়র পদে অতিরিক্ত প্রতীকগুলো হচ্ছে- আংটি, ঈগল, কলমদানি, কেক, চিতাবাঘ, জাহাজ, টেবিল, মগ, লাউ, ল্যাপটপ, শার্ট ও সোফা। তবে ইসির সংরক্ষিত ১২টি প্রতীক আগেরগুলো বরাদ্দের পরে বরাদ্দ দেয়া হবে।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে অতিরিক্ত প্রতীকগুলো হচ্ছে- ক্যাপ, ক্রিসমাস ট্রি, ঘোড়া, ভায়োলিন, ড্রেসিং টেবিল, প্রদীপ, সূর্যমুখী, স্ট্রবেরি, হেডফোন ও হেলিকপ্টার।
আর সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে অতিরিক্ত প্রতীক গুলো হলো- ঝুমঝুমি, টিয়ে পাখি, দোলনা, প্রেসার কুকার, ফ্রাইং প্যান, বাঁশি, ভ্যানিটি ব্যাগ ও হারমোনিয়াম। তবে ইসির সংরক্ষিত প্রতীক বরাদ্দের পরেই এসব প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তিন সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ। এদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তরে ১৬ জন, দক্ষিণে ২০ জন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২ মেয়র প্রার্থী।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব