মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন তা জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন দুই ম্যাজিস্ট্রেট তানভির আজিম ও মাহবুব জামিল।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে ঘণ্টাব্যাপী অবস্থানের পর আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়ে কারাগার ত্যাগ করেন।
তবে কারা সূত্র জানায়, মুহাম্মাদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন তা জানতে ওই দুই ম্যাজিস্ট্রেট কারাগারে যান।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত আছেন- আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, ডিআইজি প্রিজন গোলাম হায়দার ও সিনিয়র জেল সুপার ফরমান আলী। এছাড়া বিপ্লব কান্তি নামে কারাগারের একজন চিকিৎসকও ভেতরে প্রবেশ করেছেন বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার সকালে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবী। কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি তার সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানাবেন।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কি না, সে সিদ্ধান্ত বৃহস্পতিবারই জানাতে হবে। তার সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দেখা করে প্রাণভিক্ষার ব্যাপারে জানতে চাইবেন। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে দুইজন জেলা মেজিস্ট্রেট কারাগারে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব