বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘরে ফিরলেও, তিনি এখনও গণতন্ত্রের পথে ফেরেননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সর্কিট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঘরে ফিরলেও, তিনি এখনও গণতন্ত্রের পথে ফেরেননি। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার নেতৃত্বে এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন প্রার্থীদের ক্ষেত্রে সমান সুযোগ দেবে, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের রেহায় দেবে না সরকার।
সিটি নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা পোড়া মানুষের গন্ধ গায়ে মেখেছেন, ফলে ভোটার সাধারণকে তিনি এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।
কামারুজ্জামানের ফাঁসি রায় নিয়ে তথ্যমন্ত্রী বলেন, যেহেতু আদালত তার মৃত্যুদণ্ড দিয়েছেন সেহেতু এই ব্যাপারে কোন ভুল বোঝাবুঝির সুযোগ নেই। প্রশাসন সকল নিয়ম মেনে আদালতের নির্দেশ পালন করবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা। পরে সার্কিট হাউজে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব