মানবাধিকার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির ব্যাপারে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আমার দেশের বিচার দেশের আইনেই হবে। এ নিয়ে জাতিসংঘের প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তিনি বলেন, মানবধিকার উইং-এর একজন কমিশনার বিচার নিয়ে প্রশ্ন তুললেও তিনি অভিযোগের কথা উল্লেখ করেননি। ১৯৭১ সালে যারা এ দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার তাহলে কিভাবে হবে প্রশ্ন রাখেন শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুর শহরের মহিষেরচর গ্রোয়েইনে নির্মিত ইকো পার্কের কাজের অগ্রগতি পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌমন্ত্রী এসব কথা বলেন।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিয়ে নৌমন্ত্রী বলেন, ২০১২ সালে সড়ক দুর্ঘটনা হয়েছিল ৫ শতাধিক, সেখানে এ বছর দুর্ঘটনা নেমে এসেছে একশ’র নিচে। ফরিদপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাঁক রয়েছে, যার ফলে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। এই দুর্ঘটনা কমানোর জন্য বাঁকগুলো সোজা করা ও সেখানে ডিভাইডার দেবার জন্য একটি বরাদ্দ পাওয়া গেছে। শীঘ্রই এর কাজ শুরু হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করে নৌমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোট নির্বাচন নিয়ে যত কথাই বলুক না কেন ২০১৯ সালের আগে এদেশে কোন সংসদ নির্বাচন হবে না। বিএনপি জামায়াত জোটের আন্দোলন জনগন ঘৃণাভরে প্রত্যাখান করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব