মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের ফাঁসি কার্যক্রম কেন্দ্র করে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭টা ২০মিনিটে সিনিয়র জেল সুপার ফরমান আলী ফের কারাগারে ঢোকেন। এর পরপরই জোরদার করা হয় নিরাপত্তা। পুলিশের পাশাপাশি জেল গেটে অবস্থান নেয় র্যাব এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-পরিচালক (ডিসি) মফিজ উদ্দিন জানান, ফাঁসি কার্যকরের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে কারাগারের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ফোর্স পাঠানো হয়েছে।