আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছে। কারাগারের বাইরে অপেক্ষমাণ নিরাপত্তাকর্মী ও গণমাধ্যম কর্মীদের কেউ কেউ বলেছেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পর হয়তো তার লাশ বাইরে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকেছে। এর আগে কামারুজ্জামানের ফাঁসি কার্যক্রমকে ঘিরে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭টা ২০মিনিটে সিনিয়র জেল সুপার ফরমান আলী ফের কারাগারে ঢোকেন। এর পরপরই জোরদার করা হয় নিরাপত্তা। পুলিশের পাশাপাশি জেল গেটে অবস্থান নেয় র্যাব এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-পরিচালক (ডিসি) মফিজ উদ্দিন জানান, ফাঁসি কার্যকরের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে কারাগারের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ফোর্স পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন/শরীফ