জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আজ রাতেই কার্যকর হতে পারে বলে জানা গেছে। এদিকে, স্বরাষ্টপ্রতিমন্ত্রী বলেছেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চায়নি। রায় বাস্তবায়নের প্রস্তুতি চলছে। বিকেলে হঠাৎ করেই কারাগারের ভেতর ও আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কি না তা জানার জন্য আজ শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের দুই জন ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়েছিলেন সকাল ৯টা ৫০ মিনিটে। বেলা ১১টা ৪০ মিনিটে তারা বের হয়ে এলেও প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান কিছু বলেছেন কি না সে ব্যাপারে তারা কিছু বলেননি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী কারাগারের ভেতর প্রবেশ করেছেন। তবে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এর কিছুক্ষণ পর কারাগারে প্রবেশ করেছে একটি অ্যাম্বুলেন্স।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ১৫/ শরীফ