মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ রাতে কার্যকর হতে পারে এমনটাই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আর আজ শুক্রবারের মধ্যেই ফাঁসি কার্যকর হলে তার শেষ দুটি ইচ্ছার একটি পূরণ হবে। কারণ কামারুজ্জামানের শেষ দুটি ইচ্ছার একটি হচ্ছে তার ফাঁসি যেন শুক্রবার দেওয়া হয় ও আরেকটি ফাঁসি কার্যকরের পর তার লাশ যেন বিনা গোসলেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শেষ ইচ্ছাটি পূরণ হচ্ছে কিনা তা ফাঁসি কার্যকর হওয়ার পরই জানা যেতে পারে।
এদিকে, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে কারাগারের ভেতরে চিকিৎসক ও একটি অ্যাম্বুলেন্স ঢুকেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া আরো অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ২০১৫/শরীফ