মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ রাতে হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
আজ রাত সাড়ে নয়টার দিকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান কারা কর্মকর্তারা।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছে। এ ছাড়া কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়।
আজ সন্ধ্যা ৭টা ২০মিনিটে সিনিয়র জেল সুপার ফরমান আলী ফের কারাগারে ঢোকেন। এর পরপরই জোরদার করা হয় নিরাপত্তা। পুলিশের পাশাপাশি জেল গেটে অবস্থান নেয় র্যাব এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন