আর ঘণ্টাখানেক পরেই বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দুপুর ১২টার দিকে প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবেন। এদিকে প্রতিনিধি দলের নেতারা আসন্ন সিটি করেপোরেশন নির্বাচনকে সামনে রেখে ডিএমপির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনসহ বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।