নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) না পৌঁছাতে পারলে বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে। আজ বৃহস্পতিবার অভিবাসী কর্মীদের হাতে এমআরপি পৌঁছে দেওয়া সংক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ সচিব, বহিঃগমন ও পাসপোর্ট অধিদফতদরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে খন্দকার মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আইআরআইএস’র কাজে তেমন অগ্রগতি নেই। তারা যদি সময়মতো কাজ সম্পন্ন করতে না পারে, তবে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিকল্প ব্যবস্থার বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, এখনও ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ প্রবাসীর হাতে এমআরপি পৌঁছানো বাকি রয়েছে।
প্রসঙ্গত, মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইআরআইএস এমআরপি পৌঁছে দেওয়া সংক্রান্ত প্রকল্পটির কাজ করছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৫/ রশিদা