মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আদেশ নিয়ে রওয়ানা হন। তবে ওই নির্বাহী আদেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর হওয়ার পরই তা কারাগারে যাবে।
সূত্র জানায়, বর্তমানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ধানমণ্ডিতে অবস্থান করেছেন। তাই নির্বাহী আদেশের খসড়া স্বাক্ষরের জন্য আগে যাচ্ছে সেখানে। এরপর মন্ত্রীর সই হওয়ার পর সেখান থেকেই আদেশ কারাগারে নিয়ে যাওয়া হবে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৫/মাহবুব