মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সদস্যদের বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে সাক্ষাতের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
শনিবার আসামিপক্ষের আইনজীবী শিশির মো. মনির এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে পরিবারের সদস্যদের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
এর আগে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন তার স্ত্রী নুরুন নাহার, ছেলে- হাসান ইকবাল ওয়ামীও হাসান ইমাম ওয়াফি, মেয়ে- আছিয়া নূর, ভাগ্নি- রোকসানা এবং কামারুজ্জামানের শালা ও মামাসহ পরিবারের ১৬ জন সদস্য। যাদের মধ্যে শিশুও ছিল।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৫/মাহবু