মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ সাক্ষাৎ করতে কারাগারের ভেতরে গেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন। এর আগে, শনিবার দুপুর সোয়া তিনটার দিকে মিরপুর ১১ নম্বরের সাংবাদিক কলোনির বাসা থেকে কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেন।
দুটি গাড়িতে করে কামারুজ্জামানেরস্ত্রী নূরুননাহার বেগম, বড়ছেলেহাসান ইকবাল ওয়ামী, মেজ ছেলে হাসান ইমামসহ পরিবারের ১৫ জন সদস্য কারাগারে এসে পৌছলে সেখানে থাকা আরও ৬জন স্বজনকে নিয়ে মোট ২১ জন কারাগারে প্রবেশ করেন।
এর আগে, গত সোমবার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন তার স্ত্রী নুরুন নাহার, ছেলে- হাসান ইকবাল ওয়ামীও হাসান ইমাম ওয়াফি, মেয়ে- আছিয়া নূর, ভাগ্নি- রোকসানা এবং কামারুজ্জামানের শালা ও মামাসহ পরিবারের ১৬ জন সদস্য।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৫/মাহবুব