মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ সাক্ষাৎ করে বের হয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে তারা কারাগার থেকে বের হয়ে আসেন তারা। এসময় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও তারা কোনো কথা না বলে ভি চিহ্ন (বিজয় প্রতীক) দেখিয়ে বেরিয়ে যান।
তবে কারাগার গেট থেকে সামান্য দূরে এসে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের বলেন, ‘বাবা বিচলিত নন, আমরা হাসিমুখে বিদায় দিয়ে গেলাম।’
তিনি বলেন, ‘প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে বাবা বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। রাষ্ট্রপতি কে যে তার কাছে প্রাণভিক্ষা চাইব?’
এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করেন তার স্ত্রী নূরুননাহার বেগম, বড়ছেলেহাসান ইকবাল ওয়ামী, মেজ ছেলে হাসান ইমামসহ পরিবারের ২১ জন সদস্য।
এর আগে, গত সোমবার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন তার স্ত্রী নুরুন নাহার, ছেলে- হাসান ইকবাল ওয়ামীও হাসান ইমাম ওয়াফি, মেয়ে- আছিয়া নূর, ভাগ্নি- রোকসানা এবং কামারুজ্জামানের শালা ও মামাসহ পরিবারের ১৬ জন সদস্য।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৫/মাহবুব