শ্রীপুরের মাওনা চৌরাস্তায় 'মাওনা ফ্লাইওভার' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরিবার বিকেল ৪টা ২৪ মিনিটে ফ্লাইওভারটি উদ্বোধন করেন তিনি।
এর আগে ঢাকা থেকে আকাশ পথে সরাসরি শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে অবস্থিত প্লেজ হার্বার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমি মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিকেল ৪টা ১০ মিনিটে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে মাওনা চৌরাস্তায় পৌঁছে মাওনা ফ্লাইওভার উদ্বোধন করেন তিনি।
পরে শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন তিনি। বিকেল ৪টা ৪৯ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী এমপি।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ২০১৫/শরীফ