ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় দেশটির কাছে বাংলাদেশ উদ্বিগ্নতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার প্রসঙ্গে সচিব বলেন, যথাস্থানে আমরা আমাদের উদ্বিগ্নতা জানিয়েছি। আশা করছি তারা ব্যবস্থা নেবে।
এদিকে, সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্র সচিব ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এরপর সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, নেদারল্যান্ডসের হেগে একটি দোকানে চুরি করে ধরা পড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষানবিশ কূটনীতিকের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের জন্য থাকা নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৫/মাহবুব