আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও অভ্যন্তরীণ বাজারে এর দাম সহসাই কমছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়ের ২৯ জন সিনিয়র সচিব/সচিব অংশ নেন।
অর্থমন্ত্রী বলেন, খুব সহসাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় (রেশনালাইজড) করা হচ্ছে না। তবে যে ভর্তুকি দেওয়া হয়েছিল তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। যখন বুঝবো ভর্তুকি সহনীয় পর্যায়ে তখনই দাম কমানোর চিন্তা-ভাবনা হবে। খুব সহসাই না হলেও, সেই অবস্থা থেকে বেশি দূরে নেই বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমরা সব সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করি, তবে সেটা হয় লো লেভেল পর্যায়ে। ৮ টাকা, ১০ টাকা হেরফের হলেই করি, বেশি হলে করা হয় না। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি বিভাগ ভর্তুকি পুষিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেশী ভারতের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে দাবি করে অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেন, আমাদের এখানে ডিজেলের দাম বেশি কমে গেলে তা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৫/মাহবুব