স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর ওপর সম্পূর্ণ নির্ভরতা কত বিপজ্জনক হতে পারে, তার এক ভয়াবহ দৃষ্টান্ত সামনে এসেছে। চ্যাটজিপিটির পরামর্শ মেনে ৬০ বছর বয়সী এক ব্যক্তি খাবারের তালিকা থেকে লবণ সম্পূর্ণ বাদ দিতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা বলছেন, তার শরীরে হাইপোনাট্রেমিয়া এবং ব্রোমাইড টক্সিসিটি বা ব্রোমিজম ধরা পড়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন নিউ ইয়র্কের ওই ব্যক্তি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন, কীভাবে তার দৈনন্দিন খাবার থেকে লবণ বা সোডিয়াম ক্লোরাইড বাদ দেওয়া যায়। চ্যাটজিপিটি তাকে বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেয়। চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই তিনি সেই পরামর্শ মেনে প্রায় তিন মাস ধরে রান্নায় সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করতে থাকেন।
কিছুদিন পর থেকেই তার মধ্যে বিভ্রম, সন্দেহপ্রবণতা এবং অতিরিক্ত তৃষ্ণার মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ওই ব্যক্তির শরীরে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে, যার ফলে হাইপোনাট্রেমিয়া হয়েছে। একই সঙ্গে তার রক্তে ব্রোমাইড টক্সিসিটি বা ব্রোমিজম ধরা পড়ে, যা একসময় স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হতো। এর ফলে তার ত্বকে ব্রণের মতো ফুসকুড়ি এবং লাল দাগও দেখা যায়।
দীর্ঘ তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটি সম্প্রতি আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানসের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকরা সতর্ক করেছেন, পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া এআই-এর উপর নির্ভর করা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
এআই নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের শর্তাবলিতে স্পষ্ট জানিয়েছে, তাদের চ্যাটবটের দেওয়া তথ্য পেশাদার পরামর্শের বিকল্প নয় এবং এটি রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। তাই, সাধারণ তথ্যের জন্য এআই কার্যকর হলেও, স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: গেজেট ৩৬০
বিডি প্রতিদিন/নাজমুল