ভূমিকম্প বিধ্বস্ত নেপালে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির রামেছাপ জেলা। ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশি দেশ ভারত ও বাংলাদেশের অনেক এলাকা কেঁপে ওঠে।
শনিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে দেশটিতে মাঝারি মানের একটি ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের রামেছাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমের নেপাল ছিল মধ্যম মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়া এ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ভূমিকম্পটি ভারতের বিহারেও অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে তারা জানায় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
উল্লেখ্য, ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত আট হাজার ৪৩১ মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি। এতে নেপালের বিভিন্ন স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/সালাহউদ্দিন/মাহবুব