বাজার ধরে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে পাল্লা দিয়ে অভ্যন্তরীণ রুটে ভাড়া কমিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ ও নভোএয়ার।
জানা গেছে, প্রায় সাত বছর বন্ধ থাকার পর গত এপ্রিলে চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। প্রচারণার অংশ হিসেবে সব রুটেই বেসরকারি এয়ারলাইনসগুলোর তুলনায় কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি। বর্তমানে বিমানের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে আরও চারটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে বিমানের ভাড়া বেসরকারি সব এয়ারলাইনসের তুলনায় কম। প্রচারণার অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ছাড়া সব রুটের ভাড়া ৩১ মে পর্যন্ত ৩ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বিমান। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজারের ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে সাড়ে ৩ হাজার ও ৪ হাজার টাকা, যা দিয়ে যাত্রীরা আগামী ৩০ জুন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ রুটের বাজারে টিকে থাকতে ১ মে থেকে অভ্যন্তরীণ সব রুটের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৩ হাজার টাকা নির্ধারণ করেছে ইউনাইটেড এয়ারওয়েজ। কম ভাড়ার এ অফার চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম রুটে নভোএয়ারের নতুন ভাড়া নির্ধারিত হয়েছে ৪ হাজার টাকা। ঢাকা-সিলেট ও ঢাকা-যশোর রুটে ৩ হাজার এবং ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া ৫ হাজার টাকা নির্ধারণ করেছে এয়ারলাইনসটি।
উল্লেখ্য, টানা দুই বছরের রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল-অবরোধে যাত্রীরা বিকল্প হিসেবে আকাশপথে যাতায়াতে অভ্যস্ত হয়েছে। ফলে কয়েক বছর আগেও অভ্যন্তরীণ রুটে বছরে মাত্র লাখ দুয়েক যাত্রী থাকলেও বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় সাত লাখ যাত্রী পরিবহন করছে এয়ারলাইনসগুলো।
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/ এস আহমেদ