দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে উত্তরের ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, দক্ষিণের দেশুগুলো যখন অর্থনৈতিক ও সমাজিক খাতের উন্নয়নে অগ্রগতি অর্জন করছে, ঠিক তখনই নতুন নতুন চ্যালেঞ্জ এসে দক্ষিণের দেশগুলোর স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তাহীনতা, আয় বৈষম্য, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ, মাদকদ্রব্য ও মানব পাচার এবং সংক্রামক রোগের বিস্তার উল্লেখযোগ্য।
এসব নতুন নতুন হুমকি মোকাবিলার জন্য তথ্য ও উন্নত জ্ঞান, সঠিক পূর্বাভাস ব্যবস্থা, দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনা, সবুজ-প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ, জ্বালানি দক্ষতা, ডিজিটাইলাইজেশন এবং সর্বোপরি অধিকহারে উন্নয়ন সহযোগিতা বিনিময় বিষয়ে নিবিড় নেটওয়ার্ক স্থাপন করা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উত্তরের দেশগুলো এসব উদ্ভূত হুমকি মোকাবিলায় দক্ষিণের সঙ্গে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা এবং উদ্ধার যন্ত্রপাতির দ্রুত সমাবেশের জন্য আঞ্চলিক সহযোগিতার একটি পরিকাঠামো গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে নেপালের সাম্প্রতিক প্রলয়ংকরী ভূমিকম্প আমাদের জরুরি সঙ্কেত দিয়ে গেছে। দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিমুখী সহযোগিতার প্রেক্ষাপটে এই সম্ভাবনাকে পরীক্ষা করা যেতে পারে।
দুইদিন ব্যাপী এ সম্মেলনে ৪৫টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার ১৫০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ কার্যালয় ও ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করেছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৫/মাহবুব