ভারত বা বাংলাদেশের নৌপথ ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের সুযোগ রেখে দুই দেশের নৌ ট্রানজিট প্রটোকল সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে নৌ প্রটোকল চুক্তি সংশোধন করে নেপাল ও ভুটানকে তাতে অন্তর্ভূক্তির প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রটোকলের মেয়াদ ৩ বছর ছিল। সংশোধিত খসড়া অনুযায়ী মেয়াদ হবে পাঁচ বছর। পাঁচ বছর পর স্বয়ংক্রিয়ভাবে প্রটোকলের মেয়াদ বাড়বে, যদি দুই পক্ষের কোনো আপত্তি না থাকে।”
তিনি জানান, খসড়ায় বাংলাদেশ ও ভারতের নৌপথ ব্যবহার করে তৃতীয় দেশের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ রাখা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তীতে এটি আরও সুনির্দিষ্ট করা হবে, নেপাল বা ভুটানকে টার্গেট করা হয়েছে, যাতে এ সুবিধা দুই পক্ষের হয়। শর্ত রাখা হয়েছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সময় সময় এটা আপডেট করা হবে।”
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৫/মাহবুব