বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমায় উদ্ধার ২০৮ জনের জাতীয়তা চিহ্নিত করতে রবিবার বিকেল ৪টা পর্যন্ত মিয়ানমারের মংডুতে যেতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দল। বরং মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধারকৃতদের নাম-ঠিকানা দিয়ে যে তালিকা পাঠিয়েছে তা অসম্পূর্ণ হওয়ায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয়ের তালিকা চেয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ আমাদের কাছে ২০০ জনের একটি তালিকা দিয়েছে। কিন্তু ওই তালিকায় নাম-পরিচয় অসম্পূর্ণ থাকায় আমরা তাদের কাছে উদ্ধার হওয়াদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় চেয়েছি।
বিজিবি প্রতিনিধি দল বর্তমানে টেকনাফ স্থল বন্দরের দমদমিয়া ঘাটে অবস্থান করছেন। মিয়ানমার কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তালিকা পেলে তারা মংডুতে রওনা হবেন।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, বাংলাদেশিদের চিহ্নিত করতে রবিবার সকালে বিজিবির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারের মংডুর পথে রওনা হয়। তবে বিজিবি প্রতিনিধি দল টেকনাফ স্থল বন্দরের দমদমিয়া ঘাটে গিয়ে যাত্রা থামিয়ে দেয়।
তিনি আরও জানান, মিয়ানমার কর্তৃপক্ষ অভিবাসীদের নাম ঠিকানা দিয়ে যে তালিকা পাঠিয়েছে তা অসম্পূর্ণ। এ ছাড়া মিয়ানমার থেকে বিজিবি প্রতিনিধি দল যাওয়ার ব্যাপারে ‘সবুজ সংকেত’ দেওয়ার কথা থাকলেও এখনো দেয়নি।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব