শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতি এবং দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং এর উপস্থিতিতে এসব সমঝোতায় সই করা হয়।
শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। আর চীনের পক্ষে দেশটির শিক্ষামন্ত্রী ইউয়ান গুইরেন।
আর গণমাধ্যম (রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র) সমঝোতায় সই করেন বাংলাদেশের তথ্য সচিব মুর্তজা আহমেদ আর চীনের প্রেস, পাবলিকেশন, রেডিও ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
শিক্ষা বিষয়ক আরেকটি সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বেইজিং ফরেন স্টাডি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট পেং লং।
এছাড়া বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে সমঝোতা সই করেছে চীনের হুয়ান টেক্সটাইল ইউনিভার্সিটি। কন্টেইনার ইন্সপেকশন অ্যান্ড ইক্যুইপমেন্ট প্রজেক্টের আওতায় এক্সচেঞ্জ অব নোটস শীর্ষক একটি সমঝোতায় স্বাক্ষর করে দুই দেশ।
এরআগে, রবিবার বিকেলে ঢাকায় আসার পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে করেন চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৫/মাহবুব