বাংলাদেশে সফররত চীনের উপ-প্রধানমন্ত্রী লিও ইয়ানদং বলেছেন, বিভিন্ন সময়ে নানা ধরনের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ অনেক ধরনের সফল নীতিমালা গ্রহণ করেছে। চীনও বাংলাদেশের এ অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে উপকৃত হতে পারে।
সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে লিউ ইয়ানদং এ মন্তব্য করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন চীনের উপ-প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। মা ও শিশুর মৃত্যুহার হ্রাস, নারী শিক্ষার উন্নয়ন ও লিঙ্গসমতাসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পোশাক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সরকার তাদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ-সুবিধাসহও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে।’
স্পিকার আরও বলেন, ‘দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের এক সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।’ বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনীতিসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তার কথাও উল্লেখ করেন শিরীন শারমিন।
বৈঠকে চীনের শিক্ষামন্ত্রী জুয়ান গুইরেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লিউ ঝেনমিং, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডিং উই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৫/মাহবুব