সুন্দরবন এলাকায় ডুবে যাওয়া সারবাহী জাহাজ ‘জাবালে নূর’ উদ্ধারের কাজ শুরু হয়েছে। ডুবে যাওয়ার ২৪ দিন পর আজ বৃহস্পতিবার এমভি অস্টিন ও রূপসী বাংলা নামের দুটি জাহাজ ডুবুরি দলসহ অর্ধশত কর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছে।
গত ৫ মে মংলা থেকে ৭শ’ টন এমওপি সার নিয়ে ফরিদপুর যাবার পথে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবচরে আটকে ডুবে যায় জাবালে নূর।
জাহাজটিকে উদ্ধারের জন্য এমভি অষ্টিন ও রূপসী বাংলা নামের দুটি জাহাজ বুধবার ঘটনাস্থলে এসেছে। আজ সকাল থেকে তারা উদ্ধার কাজ শুরু করেছেন।
উদ্ধারকারী জাহাজ এমভি অস্টিনের মাষ্টার আব্দুল মালেক জানান, আগামী ৫/৬ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা যাবে। এই মুহুর্তে দুটি উদ্ধারকারী জাহাজের সাথে বেঁধে পাম্প দিয়ে ডুবন্ত জাহাজের পানি ও পলি অপসারণের কাজ চলছে। পানি ও পলিমাটি অপসারণ শেষ হলে ক্রেনের সাহয্যে টেনে তোলা হবে বলেও মাষ্টার আব্দুল মালেক জানান।
জাবালে নূর ডুবে যাওয়ার ৭দিন পরে ড্রেজারের সাহায্যে কিছু সার অপসারণ করা হয়েছিল। কিন্তু দ্রুত এটিকে উদ্ধার না করায় পলিমাটি জমে পূর্ণ হয়ে থাকে।
দুর্ঘটনার পরপরই শরণখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল উদ্দিন আহম্মেদ নিশ্চিত করে বলেছিলেন, খুব দ্রুত ডুবন্ত জাবালে নূর কে তুলে নেয়া হবে। কিন্তু মালিক পক্ষের প্রস্তুতি না থাকায় জাহাজটি উদ্ধারে বিলম্ব হয়। ইতোমধ্যে ডুবন্ত জাহাজ থেকে ভাটির সময় বিভিন্ন ধরণের মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৫/ রশিদা