ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হবে তা দক্ষিণ এশিয়ার মাইলফলক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী এ আলোচন সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। একইসঙ্গে আসছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই বিশ্ব মিডিয়া আজ নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার বৈঠকের দিকে তাকিয়ে আছে। এ বৈঠক হবে দক্ষিণ এশিয়ার মাইলফলক।’
সাবেক আওয়ামী লীগের এই মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সংস্কৃতি, আচার-আচরণের মিল রয়েছে। মিল রয়েছে ৫৪টি অভিন্ন নদীর। তাই আমরা চাই না ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো চোরাচালানি হোক। কোনো গোলাগুলি হোক। এই সীমান্ত হোক শান্তির।’
সুরঞ্জিত বলেন, ‘দুই বিশ্ব নেতার বৈঠকে বিশ্ব রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। ভারত ও বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ লোক যাতায়ত করে। এমন আর কোনো দেশের সঙ্গে নেই। তাই বাংলাদেশের মানুষের আশা ভিসা পদ্ধতি আরো সহজ হোক। এ বিষয়ে দেশের জনগণ গভীর অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে পণ্য ভারত থেকে ঢুকে তাও যেন শুল্কমুক্ত থাকে।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৫/মাহবুব