প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রফতানি মূল্যের ওপর প্রস্তাবিত উৎসে কর এবং উচ্চশিক্ষায় আরোপিত ভ্যাটের পরিমাণ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।
আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবে, তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রফতানি মূল্যের ওপর ১ শতাংশ উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৬ শতাংশ করার প্রস্তাব করেন। অন্যদিকে উচ্চশিক্ষার ওপর ১০ শতাংশ হারে যে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছিল তা কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে আনার প্রস্তাব উত্থাপন করেন তিনি। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দু’টি বিষয়সহ মোট ছয়টি প্রস্তাবে পরিবর্তন আনতে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে অনুরোধ করে বলেন, 'যেন পোশাক খাতে আরোপিত উৎসে কর শূন্য দশমিক ৬ শতাংশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর ১০ শতাংশের বদলে ৭.৫ শতাংশ মূসক (ভ্যাট) আরোপ করা হয়।'
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ