অনলাইনে ই-পেমেন্টের মাধ্যমে কোর্ট ফি জমা দেওয়ার সুযোগ রেখে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে 'দি কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫' এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ''১৮৭০ সালের দি কোর্ট ফিস অ্যাক্ট এটির মূল আইন, তবে তা কয়েকবার সংশোধনও করা হয়েছে। এ আইনে দুটি বিষয় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। একটি হলো- কোর্ট ফি পরিশোধের ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আরেকটি হলো- বর্তমান মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জরিমানার হার বাড়ানো।''
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্ট্যাম্প বেচাকেনা করলে শাস্তির মাত্রাও বাড়ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সংশোধনী কার্যকর হলে জনসাধারণ অনলাইনে ই-পেমেন্টের মাধ্যমে কোর্ট ফি জমা দিতে পারবেন।
''এতে কয়েকটি সুবিধা হবে- কোর্ট ফি ছাপানো এবং সংরক্ষণ করা এবং পরিবহনে যে বিশাল ব্যয় হয় তা কমবে। জালিয়াতি রোধ করাও সম্ভব হবে এবং মানুষের ভোগান্তি কমবে।''
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ