বাংলাদেশের ৫৬টি ব্যাংকে ৫৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ''৫৫ হাজার কোটি টাকা যদি খেলাপি ঋণ হয়, তাহলে আলাপি ঋণ কত?''
''আলাপি ঋণ হইল, এইটা মাইরা খাইছে। এইটা খেলাপির মধ্যেও নাই। হল-মার্ক টলমার্ক, এরা নিছে কত?''
খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতকে কাজে লাগাতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনাও করেন ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য।
তিনি বলেন, ''৬-৭ বছরেও খেলাপি ঋণ আদায়ে আমরা অর্থঋণ আদালতকে কাজে লাগাতে পারলাম না। এইগুলার ব্যাপারে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব। এটাকে কমিয়ে আনতে হবে।''
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংকিং কমিশন গঠনের প্রস্তাবও দেন তিনি।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ