হাইকোর্ট থেকে জামিনে থাকায় পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিএনপির সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তার রিমান্ড নামঞ্জুর করেন।
এরআগে, গত ১৬ জুন ৯ মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া।
শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৫/মাহবুব