চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের ব্রাভো অ্যাঙ্করেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান বিধস্ত হওয়ার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও নিখোঁজ পাইলট তাহমিদ রুম্মানের এখনো সন্ধান পাওয়া যায়নি। তবে বিধস্ত হওয়া বিমানের দুটি খণ্ডাংশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলাবার দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোস্টগার্ড, বিমান ও নৌবাহিনী সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সাগর উত্তাল থাকায় নিখোঁজ পাইলটকে খোঁজে বেগ পেতে হচ্ছে অনুসন্ধানকারী দলকে।
কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বলেন, তল্লাশি চালিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পাঁচ মাইল পশ্চিমে বিমানের দুটি অংশ বিশেষ আমরা উদ্ধার করেছি। এরপর আরেকটু উত্তরে সরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে সাগর উত্তাল ঢেউ থাকায় আমাদের কাজে খুব ব্যাঘাত ঘটছে।
এরআগে, সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে এফ-৭ যুদ্ধবিমানটি উড়াল দেয়। এর ১৪ মিনিটের মাথায় বিমানবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের ব্রাভো অ্যাংকারেজে বঙ্গোপসাগরে প্লেনটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৫/মাহবুব