জাল নোট ঠেকাতে ব্যবসায়ীদের মাঝে জাল নোট সনাক্তকরণ মেশিন বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে ২০০টি জাল নোট সনাক্তকরণ মেশিন হস্তান্তর করা হয়। পরে এসব মেশিন উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাতলুব আহমাদ বলেন, 'শুধু জালনোট সনাক্তকারী মেশিন বিতরণ করলেই হবে না, ব্যাংকারদের পাশাপাশি সাধারণ জনগণকে জাল নোট চেনার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া নোট জালকারী চক্র এবং সরবরাহকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।' এসময় বাংলাদেশ ব্যাংককে ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, 'ব্যবসায়ীদের প্রশিক্ষণের প্রস্তাবটি উৎসাহব্যঞ্জক। এফবিসিসিআই সহযোগিতা করলে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব।' তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সম্পৃক্ত করেছে। এর মাধ্যমে নোট সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/শরীফ