দিনাজপুরের বিরামপুরে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় বিরামপুর রেল স্টেশন চত্বরে। নিহতরা হলেন, বিরামপুর পৌর এলাকাকা পূর্ব জগনাথপুর রেল কলোনী এলাকার আব্দুর রশিদের ছেলে ছেলে সুলতান (২৫) এবং একই এলাকার শুকুর আলী’র ছেলে শাহীন (৩০)। এলাকাবাসীর দাবি নিহত দু’জনেই চা দোকারদার।
বিজিবি’ দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. খালেকুজ্জামান তাদের দুইজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, একদল চোরাকারবারী ভারতীয় শাড়ি ও জিরাসহ বিভিন্ন মালামাল নিয়ে বিরামপুর রেল স্টেশনে অবস্থান করার সময় বিজিবি’র একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাথারী ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি গুলি বর্ষণ করলে দুই জন নিহত হয়। এ সময় এক বিজিবি হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৫/ সালাহ উদ্দীন