বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম (সিটিভি) কেন্দ্রের নবনিযুক্ত জেনারেল ম্যানেজারকে (জিএম) অস্ত্রের ভয় দেখিয়ে অনুষ্ঠান সিডিউল আদায় করেছেন নগর আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
গত সোমবার দুপুরে নগরীর পাহাড়তলীর সিটিভি ভবনে গিয়ে চলতি মাসের অনুষ্ঠান সিডিউল আদায় করে নিলেন আওয়ামী লীগ নেতা শিল্পী শেখ শহীদুল আনোয়ার।
আজ মঙ্গলবার বিকেলেই তিনি সিটিভি স্টুডিওতে অনুষ্ঠান ধারণ (ভিজুয়াল রেকর্ড) করান। সেইসঙ্গে ২০১২ সালে বিতর্কিত ও কালো তালিকাভুক্ত এক সঙ্গীতশিল্পীকেও নিয়মিত অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থণার কাজ দেওয়ার জন্যও জিএম-এর উপর চাপ সৃষ্টি করেন এই আওয়ামী লীগ নেতা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটিভির প্রত্যক্ষদর্শী এক কর্মচারি জানান, সোমবার দুপুরের দিকে আওয়ামী লীগ নেতা ও সঙ্গীতশিল্পী শেখ শহীদুল আনোয়ারের নেতৃত্বে সিটিভির কালো তালিকাভুক্ত বিতর্কিত সঙ্গীতশিল্পী সুজিত রায়, আলাউদ্দিন তাহের সিটিভি-তে যান। এ সময় তারা প্রতিমাসে অন্তত একটি করে আধাঘণ্টার একটি সঙ্গীতানুষ্ঠানের সিডিউল দাবি করেন। একইসঙ্গে বিতর্কিত শিল্পী সুজিত রায়কেও প্রতি সপ্তাহে একটি করে অনুষ্ঠান গ্রন্থনা-পরিকল্পনার সুযোগ দিতে বলেন।
এসময় জিএম জয়নাল আবেদীন সরকার বিটিভি’র মহাপরিচালক কর্তৃক ২০১২ সালের ১১ নভেম্বর স্বাক্ষরিত একটি নিষেধাজ্ঞা নোটিশের প্রসঙ্গ তুলে শিল্পী সুজিত রায়কে কোন অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনার দায়িত্ব দেওয়া যাবে না অপারগতা প্রকাশ করেন। এ সময় শহীদুল আনোয়ার তার সাথে থাকা একটি অস্ত্র জিএম-এর টেবিলের উপর রেখে তাদের নিয়মিত অনুষ্ঠান সিডিউল প্রদানের নির্দেশ দেন। তা না হলে ‘অস্ত্রই কথা বলবে’ বলে হুমকি দেন।
এ প্রসঙ্গে শেখ শহীদুল আনোয়ার বলেন, ‘আমি অনেকদিন ধরে সিটিভির আশে-পাশেও যায়নি। সোমবার গিয়েছিলাম নতুন জিএম’র সাথে দেখা করতে। তিনি ৩০ জুনেই একটি অনুষ্ঠান রেকর্ড করানোর কথা বলেন এবং আমাকে নিয়মিত অনুষ্ঠান করার আমন্ত্রণ জানান।’
এদিকে, সিটিভির জিএম জয়নাল আবেদীন সরকার বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাকে আর অস্ত্রের ভয় দেখিয়ে কি লাভ হবে। এরকম অনেকের সাথে আমাদের উচ্চবাচ্য হয়ে থাকে। এটা তেমন কিছু না। আমরা নিয়মের বাইরে কিছু করতে পারিনা। প্রাণ গেলেও না।’