দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া ৭৫ নারী-শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত দেবে ভারত সরকার।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেবে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
পাচার হওয়া এসব নারী-শিশুদের বাড়ি যশোর. নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে।
ফেরত আসার পর কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাদের তুলে দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা এসব নারী-শিশুদের নিজ নিজ পরিবারের কাছে সোপর্দ করবেন।
জানা যায়, ২ থেকে ৫ বছর আগে এসব মেয়েরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে ভারতে যায়। কিন্তু পরে দালাল চক্র তাদের ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ বোম্বাই শহরের বিভিন্ন স্থান থেকে এসব মেয়েদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের স্বদেশ ফেরার ব্যবস্থা করে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব