দেশের হাওর এলাকার সাত জেলায় বোরো ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে ১০ কোটি ৬০ লাখ টাকা প্রণোদনা দিবে সরকার।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
মতিয়া চৌধুরী বলেন, এ প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ফসল রোপনে ১০০টি রাইস প্ল্যান্টার এবং ধান কাটা ও সংগ্রহে ২৭৫টি রিপার সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, দেশের মোট চাল উৎপাদনের ৫৫ শতাংশ হয় বোরো মৌসুমে। এটা সেচনির্ভর। তাই কৃষককে উদ্বুদ্ধ করতে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব