মিরপুর থানায় দায়ের করা নাশকতার চার মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এদিন, আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীল হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে মিরপুর থানায় এই মামলা চারটি দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব