সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে আটকে পড়া আরো ৩৯ জন বাংলাদেশি থাইল্যান্ড থেকে আজ বুধবার রাতে দেশে ফিরছে। বাংলাদেশ বিমানের বিজি-০৮৯ নম্বর ফ্লাইটে করে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকা পৌঁছাতে পারে বলে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে থাইল্যান্ড থেকে ৪১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তারাও সাগরপথে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে আটকা পড়েন। আজ বুধবার যারা ফেরত আসতে পারেন তাদের মধ্যে ১৬ জন সিরাজগঞ্জের, ৫ জন কক্সবাজারের, ৪ জন চট্টগ্রামের, নরসিংদী ও মাদারিপুরের ৩ জন করে, রাঙামাটি, চুয়াডাঙ্গা ও ফরিদপুরের ২ জন করে এবং পাবনা ও মাগুরা জেলার ১ জন করে বাসিন্দা।
সম্প্রতি মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা এবং কবরের সন্ধান মেলে। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের উপকূলে আটক হন অনেকে। তাদের যাচাই শেষে দ্রুততার সঙ্গে বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। সে হিসেবে থাইল্যানোড অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের সরকারিভাবে ফেরত আনা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১ জুলাই ২০১৫/শরীফ