মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালক ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তারা হচ্ছেন ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মোহাম্মদ গোফরানুল হক এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
বুধবার কমিশন মামলা দু’টির অনুমোদন দেয়। দুদকের একটি দায়িত্বশীল সূত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানায়, গোফরানুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন সংস্থাটির উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম এবং জাকির হোসেনের বিরুদ্ধে মামলায় বাদী হবেন দুদকের অপর উপ-পরিচালক মোজাহার আলী সরদার।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদনের প্রেক্ষিতে আসামিদের নামে যথাযথভাবে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলেও তারা নির্দিষ্ট সময়ে কমিশনে তা দাখিল করেননি। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইন-২০০৪’র ২৬ (২) ধারার একটি অপরাধ।
বিডি-প্রতিদিন/১ জুলাই ২০১৫/শরীফ